মিয়ানমারের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে , জীবন বাচাতে পালিয়ে বেড়াচ্ছে রোহিঙ্গারা। ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি বাংলাদেশে অনুপ্রবেশ করেছে অপেক্ষায় আছে আরও ৫০ হাজারের বেশী রোহিঙ্গা। শুক্রবার রাত থেকে মিয়ানমারের মর্টার শেল, গ্রেনেড-বোমার বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে টেকনাফের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়।