‘মব জাস্টিস’ করা যাবে না -- মাহফুজ আলম

  • Bangladesh
  • 9/9/2024

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন ‘মব জাস্টিস’ বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার কোন ভাবেই মেনে নেয়া হবে নাহ। বিভিন্নভাবে মাজারে হামলা , মন্দিরে হামলা বা ব্যক্তিগত আক্রোশের কারণে কোনো ব্যক্তির ওপর হামলা সব ধরনের হামলাতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, জনগণ শুধু খেয়াল রাখবেন, যাতে কোনো আপস না হয়, যাঁরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাঁদের সঙ্গে যেন বেইমানি না হয়। গণহারে মামলা দেওয়া এটিও মব জাস্টিসের মতোই ঘটনা। এভাবে ঢালাও মামলা, এক মামলায় অনেককে নিয়ে আসা এবং ব্যক্তিগত কারণে কারও বিরুদ্ধে মামলা দেওয়া—এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।