স্বর্ণার মৃত্যুর দায় বিজিবির ওপর চাপাতে চায় বিএসএফ

  • Bangladesh
  • 9/6/2024

ত্রিপুরার স্বরাষ্ট্র দফতরের একটি সূত্র জানায় , বর্ডার পার হওয়ার সময় স্বর্ণাদের গুলি করে বিজিবি এবং ঘটনার সময় বিএসএফ সেখানে উপস্থিত ছিলনা। এছাড়া তারা আরও বলে, স্বর্ণার পরিবার পুর্বেও ত্রিপুরায় অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা করেছিল, সূত্র - দ্যা টাইমস অফ ইন্ডিয়া। ১ সেপ্টেম্বর রাতে ১৩ বছরের স্বর্ণা মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত হন। তার মা-বাবা গুলিবিদ্ধ অবস্থায় লালারচকের এক সেনাসদস্যের বাড়িতে আশ্রয় নেয় এবং বিজিবির সাহায্যে আহত দম্পতিকে হাসপাতালে পাঠানো হয় । ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদপত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক।